নিজস্ব প্রতিনিধি :আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম যে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুর্বনা রায় (৬০)-এর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর এই মর্মান্তিক হত্যার ঘটনায় হত্যার বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র ক্ষোভ প্রকাশ করছে একই সাথে একজন মুক্তিযুদ্ধার এমন নৃশংস হত্যার ঘটনায় গভীর দু:খ প্রকাশ করছে।
আমারা জানি,শত সহ¯্র মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সহ সব রকেমের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার এমন নৃশংস হত্যাকান্ড আমাদের গভীরভাবে শোকার্ত ও উদ্বিগ্ন করে।
বাংলাদেশ মহিলা পরিষদ আরও লক্ষ্য করছে যে, স্বাধীনতা বিরোধী শক্তি আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পাশাপাশি নানা উপায়ে তা মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। এই নৃশংস হত্যাকান্ড সেই মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিরই সুপরিকল্পিত কাজ কিনা সেই আশঙ্কা থেকে যায়। আমরা মনে করি একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন সম্মানিত শিক্ষকের প্রতি এমন বর্বরোচিত হামলা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে শোকাহত, ক্ষুব্ধ ও আতঙ্কিত করেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে দ্রæত গ্রেপ্তার এবং দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত করা সহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের নিরপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে। একই সাথে মুক্তিযুদ্ধ বিরোধী সকল অপতৎপরতা প্রতিরোধে দেশবাসীর প্রতি আহব্বান জানাচ্ছে।

