রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২২ মণ ওজনের বিশাল আকৃতির একটি ‘শাপলাপাতা’ মাছ। কক্সবাজারের টেকনাফের গফুর আলমের নৌকার জেলেরা মাছটি ধরেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মাছটি সাগর থেকে রশি দিয়ে বেঁধে নৌকায় করে সাবরাং এলাকার মুন্ডার ডেইল নৌঘাটে আনা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে অনেক লোক ভিড় করেন।
জেলে গফুর আলম বলেছেন, “সাগরে জাল ফেলে তোলার সময় শাপলাপাতা মাছটি ধরা পড়ে। ডাঙায় নিয়ে এসে ওজন মেপে দেখি, ২২ মণ। দর কষাকষির পর ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।”
ক্রেতা সৈয়দ আলম বলেন, “মাছটি নৌঘাটে আনার পর আমি তা ৫০ হাজার টাকায় কিনি। এটাকে কেটে কেটে শুকাতে হবে। শুকানোর পর চট্টগ্রামের আড়তে পাঠানো হবে।”
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেছেন, “মাছটির বৈজ্ঞানিক নাম ‘সিংচোয়াইন শাপলাপাতা’। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কাছে এটি জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। অত্যন্ত বিরল প্রজাতির মাছ হওয়ায় শাপলাপাতা মাছ বিদেশে রপ্তানি নিষিদ্ধ।”
রুপসীবাংলা৭১/এআর

