বিশেষ প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন: কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় পিপলাকান্দি তা’লিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ নভেম্বর) সকালে জিরানি ইউনিয়ন পিপলাকান্দি তা’লিমুল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল বারেক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আজামালুর রহমান উজ্জল, এসপিও জনতা ব্যাংক ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিরানি ইউনিয়নের বিএনপি সভাপতি বাহার উদ্দিন, জিরানী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সোরহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলম সরকার ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাইল, ৪ নং ওয়ার্ড সভাপতি, সিদলা ইউনিয়নের এক নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন, মোস্তাফিজুর রহমান কাজল, 5 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আনাছ প্রমুখ, এছাড়াও শিক্ষার্থীদের ৩০০ অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্মেলনে লেখাপড়ার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।

