রুপসীবাংলা৭১ প্রতিবেদক : গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ নভেম্বর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা অবরোধের চেষ্টা করে তারা। এ সময় মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো জানান, পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে।
রুপসীবাংলা৭১/এআর

