রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের।
ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজও আৎকে ওঠেন পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়ার প্রবীন মানুষেরা। সরকারী হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় (বরগুনাসহ) সেই রাতের ঘূর্ণিঝড়ে ৪৮ হাজার মানুষ প্রাণ হারান। বাস্তাবে এ সংখ্যা লাখেরও বেশি।
ঝড়ের প্রত্যক্ষদর্শী কুয়াকাটার মানুষজনের মতে কেবলমাত্র কুয়াকাটা এবং এর আশেপাশেই অন্তত ২৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
মানুষ ছাড়া ঘর-বাড়ি-ফসলসহ সম্পদহানি হয় শত সহস্রাধিক কোটি টাকার। সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল।
এই দিনটিকে এখন উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন উপকূলবাসী।
রুপসীবাংলা৭১/এআর
