নিজস্ব প্রতিনিধিঃ গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে আজ ২২ মার্চ’২০২৪ শুক্রবার, বিকাল ৪ টায় গণফোরাম চত্বরে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী’র সভাপতিত্বে গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইসরাইলি হানাদার বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার শিকার হয়েছিলাম, তাই আমরা গণহত্যার মতো অমানবিক বর্বরতার দুঃখ বুঝি। আজকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজাবাসীকে যেভাবে অবরুদ্ধ করে বর্বরতা চালাচ্ছে সারা পৃথিবীর মানুষ এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপর যে জঘন্যভাবে নিপীড়ণ নির্যাতন চালিয়ে হত্যা করছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই বর্বরতা অবিলম্বে বন্ধের জোর দাবি জানাচ্ছি। জাতিসংঘ সহ বিশ^ মানবতার উদাত্ত আহবান অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা করুন এবং গাজায় সকল ধরণের মানবিক সহায়তা বৃদ্ধি করে গাজাবাসীকে স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, বাংলাদেশে এক চরম অর্থনৈতিক সংকটের সৃষ্টি করেছে আওয়ামী লীগ। প্রায় ১০০ বিলিয়ন ডলারের ঋণের চাপে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে গণবিরোধী শেখ হাসিনা সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে মিথ্যা উন্নয়নের গল্প শোনাচ্ছে শেখ হাসিনা। মোদি সরকারের গোলামি করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে ক্ষমতাসীন অবৈধ সরকার। বাংলাদেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে ঠিক তখনই পরিকল্পিত ভাবে কুক্ষাত মোদির প্ররোচনায় ভারত থেকে পণ্য আমদানী করে দেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছে। এখন আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ অনেককিছুই ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়। মোদি হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি। এই স্বৈরাচার অসৎ জনগণকে শোষণকারী-নির্যাতনকারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।
আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের, গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ প্রমুখ। সঞ্চালনা করেন গণফোরাম যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম।