নিজস্ব প্রতিনিধিঃ ইস্টার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ আজ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফুটবল মাঠে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) ১–০ গোলে ফার্মেসি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা ও রেজিস্ট্রার ড. আবুল বাশার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর করে তোলে।

টুর্নামেন্টটি আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন স্টুডেন্ট এফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলার মনোভাব, দলগত সহযোগিতা এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে ইস্টার্ন ইউনিভার্সিটির অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

