নিজস্ব প্রতিনিধি :আজ ৮ নভেম্বর ২০২৫ ,বিকেল ৩:৩০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে (সুফিয়া কামাল ভবন, ১০/বি,১, সেগুনবাগিচা, ঢাকা) পঞ্চদশ ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্সের কোর্স সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনষ্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স এ্যান্ড ডেভেলপমেন্ট , ঢাকা এর বিশেষ গবেষক এবং নির্বাহী পরিচালক ড: মোস্তফা কামাল মুজেরী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও আইন বিশ্লেষক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ (অব:) ফউজুল আজিম; বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক সীমা মোসলেম ।
উক্ত সমাপনী অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীসহ, শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষন, গবেষণা ও পাঠাগার উপ—পরিষদ সম্পাদক রীনা আহমেদ।

বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক সীমা মোসলেম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ একটি আন্দোলনমূখী সংগঠন যা শুধু নারীর অধিকার নয় মর্যাদা নিয়েও কাজ করে। বৈষম্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করে। আইন, পলিসি, সমাজে ব্যক্তিগত জায়গা থেকে নারী পুরুষের যে সমতা এবং– যা কিছু অর্জন হয়েছে তা সম্ভব হয়েছে নারী আন্দোলনের ফলে। বর্তমান সময়ে আমাদের দেশে বাল্যবিবাহ বেড়েছে, নারীশিক্ষার হার কমতে শুরু করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে বিদ্বেষ শুরু হয়েছে, যার ফলে নারীরা পিছিয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে জেন্ডারবান্ধব সমাজ গঠন করার লক্ষ্যে আমাদের এই কোর্সের প্রত্যেক পার্সপেক্টিভ এর আলোকে সিলেবাস তৈরি করা হয়েছে। বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসা শিক্ষার্থীদের জন্য কোর্সটি যেন তাদের বিভিন্ন কাজে আসে এবং মানবসম্পদে পরিণত হয় এবং তা যেন জেন্ডার সংবেদনশীল হয়- এটি আমাদের কোর্স পরিচালনার উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে ড: মোস্তফা কামাল মুজেরী বলেন, এই ধরনের কোর্স কনটেন্টের সাথে আমি দীর্ঘদিন জড়িত। দীর্ঘদিনের গবেষণা ও অভিজ্ঞতা থেকে দেখেছি এসব বিষয় শুধু তাত্ত্বিকভাবে নয়, জীবনের নানা প্রয়োজনে অত্যন্ত জরুরী। এগুলো বাদ দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন সম্ভব নয়। পুরুষতান্ত্রিক সমাজে মানসিকতার পরিবর্তন একটা কাজ দিয়ে হয়না।
সভাপতির বক্তব্যে
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারী আন্দোলন নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছে। কোর্সের বিষয়বস্তুসমূহ নারী আন্দোলনের বহূমাত্রিক কাজের অংশ। এর বিষয়বস্তুগুলো প্রতিনিয়ত আমাদের চর্চার মধ্যে রাখতে হবে। বেইজিং ঘোষণাসহ নানাবিধ আন্তর্জাতিক নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে নারীর অগ্রগতি হলেও সাম্প্রতিক সময়ে কৌশলে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সকলকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কাজ করার আহবান জানান।

