রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : বাড়িতে কম্পিউটার আছে কিন্তু গ্রান্ড থেফট অটো বা জিটিএ গেমস খেলেননি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। তুমুল জনপ্রিয় এই ভিডিও গেমটির সিক্যুয়েল জিটিএ সিক্স রিলিজের সময় ফের পিছিয়েছে। আগামী বছরের ১৯ নভেম্বর মুক্তি পেতে পারে গেমটি।
প্রাথমিকভাবে চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা ছিল।তবে সেটাকে প্রথম দফায় পিছিয়ে ২০২৬ সালের মে মাসে মুক্তি দেওয়ার কথা ছিল। এবার দ্বিতীয় দফায় মুক্তির সময় পিছিয়ে সেটিকে ১৯ নভেম্বর করা হয়েছে।
বৃহস্পতিবার গেমটির নির্মাতা রকস্টার এক বিবৃতিতে বলেছে, গেমটি নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতেই বাড়তি সময় নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ফের বিলম্ব হওয়ায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে রকস্টার।
প্রসঙ্গত, সিরিজের সর্বশেষ সিক্যুয়েল ‘জিটিএ ফাইভ’ ২০১৩ সালে মুক্তি পায়। এটি সর্বকালের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেম। দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো গেমটি তুমুল জনপ্রিয়।
সূত্র: বিবিসি।
রুপসীবাংলা৭১/এআর

