রুপসীবাংলা৭১ প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।”
রুপসীবাংলা৭১/এআর

