রুপসীবাংলা৭১ শিক্ষা-সংস্কৃতি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান অফিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে অফিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য অংশীজনরা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের দাবি জানিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে একটি আংশিক মাস্টারপ্ল্যান ছিল।
তিনি আরও বলেন, নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পরপরই আমরা মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য দরপত্র আহ্বান করি।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (মাস্টার প্ল্যান) সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ আখতার মাহমুদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, হিসাবাধ্যক্ষ মো. মোসানুল কবির এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. নাসির উদ্দিন।
রুপসীবাংলা৭১/এআর

