রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ইরা শিকদার অভিনীত ‘কন্যা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রফিকুল ইসলাম খান পরিচালিত সিনেমাটি আগামী ২৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। এতে ইরাকে সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে।
চরিত্রটি নিয়ে ইরা বলেন, “আমি রেখা চরিত্রে অভিনয় করেছি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে ছোট ভাইবোন আর অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হয় সে। কখনো শ্রমিক, কখনো ক্লিনারের কাজ করে পরিবারের হাল ধরতে হয়। গল্পের শেষভাগে জীবনের মোড় ঘুরে যায় অন্যদিকে।”
ইরা শিকদার এর আগে অভিনয় করেছেন—‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, ও ‘ময়নার শেষ কথা’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুম’। এছাড়া শুটিং শেষ করে সেন্সরে যাচ্ছে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানের দুই সিনেমা—‘দেনা পাওনা’ ও ‘বন্ধু তুই আমার’।
চলচ্চিত্রের পাশাপাশি ইরা অভিনয় করেছেন অর্ধ শতাধিক নাটকে, তিনটি বিজ্ঞাপনচিত্রে ও প্রায় ২০টি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে।
‘কন্যা’ সিনেমায় ইরার বিপরীতে আছেন নবাগত হারুন শেখ। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান, এলিন, ও মারুফ আকিব প্রমুখ। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।
রুপসীবাংলা৭১/এআর

