রুপসীবাংলা৭১ প্রতিবেদকবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক নিখিল মানকিন গতকাল বিকেল ৪.৩০ মিনিটে ঢাকার মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি এণ্ড জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বৎসর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশুনাশেষে সর্বশেষ তিনি ভোরের আকাশ পত্রিকায় কর্মরত ছিলেন।
ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

