রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। পথচারীদের মধ্যে কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। তারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানান।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নবজাতকের জন্ম সোমবার হয়েছিল। শিশুটি জন্মের আগে নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি বলা যেতে পারে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহ ফেলে গেছে তা তদন্ত করা হচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর

