নিজস্ব প্রতিনিধিঃ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ক্যাম্পাসে আজ ১৩ অক্টোবর ২০২৫ সকাল সাড়ে ৮.০০ ঘটিকায় আইডিয়াল স্কুলের বনশ্রী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিকার্থীর অভিভাবক বিশ্রামাগার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর সভাপতি ও স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য আহসান উল্ল্যা মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের অভিভাবক ফোরাম বনশ্রী শাখার সাধারণ সম্পাদক মো : শাহআলম শিকদার জয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধন করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষার্থীর স্বার্থ রক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বনশ্রী কলেজ শাখার তত্বাবধায়ক অধ্যাপিকা নাজমা বেগম, বনশ্রী শাখার সহকারী প্রধান শিক্ষক( বাংলা মাধ্যম, দিবা) মো: মোয়াজ্জেম হোসেন, প্রভাতি শাখা ( বাংলা মাধ্যম) সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুর আলম, ইংরেজি ভার্সনের সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতি) কলিম মো: মোর্শেদ, ইংরেজি ভার্সনের ( দিবা শাখা) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আমিরুল ইসলাম মল্লিক। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন, ১৯৯৬ সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা প্রতিষ্ঠিত হওয়ার ৩১ বছর পর গভর্নিং বডির এডহক কমিটির বর্তমান সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম এর স্বদিচ্ছায় এবং অভিভাবক ফোরাম এর দীর্ঘদিনের জোরালো দাবির প্রেক্ষিতে অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও আগ্রহে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখার অভিভাবকদের জন্য অভিভাবক বিশ্রামাগার এর ব্যাবস্থা করা হয়েছে। আমি সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক শুভাকাঙ্ক্ষীদের পক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর শৃঙ্খলা, রক্ষণাবেক্ষণ ও সুখ্যাতি ধরে রাখা সকলের দায়িত্ব। তিনি অভিভাবক ফোরাম এর সভাপতি আহসান উল্ল্যা মানিক কে ড্রেসকোড নিয়ে আন্দোলনে জেলখাটার ঘটনা উল্লেখ করে ভুয়সী প্রশংসা করে বলেন,তার আন্তরিকতায় ও ফোরামের চেষ্টায় এ বছর অভিভাবক ফোরাম বনশ্রীতে শীতার্ত ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
একাদশ শ্রেণিতে ভর্তিতে সারা দেশে এস এস সি’ র ফলাফল বিপর্যয়ের কারণে আইডিয়াল স্কুলেরও ফলাফল বিপর্যয় ঘটে। কিন্তু একাদশ শ্রেণিতে ভর্তিতে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ক্ষেত্রে কোন ছাড় না দিয়ে জিপিএ – ৫ প্রাপ্তি বাধ্যতা করলে অভিভাবক ফোরাম গভর্নিং বডির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ও কমিটির নিকট দরখাস্ত ও তদবিরে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ – ৪.০০ প্রাপ্তিকে একাদশ শ্রেণিতে ভর্তি করাতে সক্ষম হয়।
আজকে অভিভাবকদের বিশ্রামাগার উদ্বোধন করা হলো। ভবিষ্যতে গভর্নিং বডির সাথে সুসম্পর্ক ও যোগাযোগ রেখে শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি কমিটির সভাপতির সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া প্রত্যাশা করেন। সন্মানিত শিক্ষকগন প্রানবন্ত বক্তব্যে অভিভাবকরা মুগ্ধ। উপস্থিত শিক্ষকবৃন্দ যেকোনো সমস্যা সমাধান ও শিক্ষার্থী অভিভাবকদের সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
সভাপতি সকলের উন্নতি কামনা করেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং গভর্নিং বডির সভাপতি এস এম জহরুল ইসলাম এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

