রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল রংপুর বিভাগ। রোববার সিলেটে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতেছে উত্তরবঙ্গের দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো বেগই পেতে হয়নি রংপুরকে। নাসির হোসেনের ঝড়ো ব্যাটিং আর নাঈম ইসলামের দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জাহিদ জাভেদের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন নাসির। জাভেদ ২৭ রানে আউট হলেও নাসির খেলেন ৩১ বলে ৪৬ রানের এক বিস্ফোরক ইনিংস। দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম বাকি কাজ সারেন। নাঈম ৩২ বলে ৪০ এবং আকবর ১৫ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি খুলনা। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসের পরও খুলনার সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি। এই জয়ের মাধ্যমে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দুই আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রংপুর বিভাগ।
রুপসীবাংলা৭১/এআর

