রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : বাংলাদেশে সংক্রমণজনিত রোগের অন্যতম কারণ টাইফয়েড। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এ রোগ মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে।
টিকাদান ক্যাম্পেইনের সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে এই টিকা দেওয়া হবে। আর বিদ্যালয়ের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
দুই বছর বয়স পর্যন্ত শিশুদের ০.৫ এমএল পরিমাণ টিকা ঊরুর মধ্যভাগের বাইরের অংশের মাংসপেশিতে দেওয়া হয়। আর দুই বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে সমপরিমাণ ডোজ বাহুর উপরিভাগের বাইরের অংশে, অর্থাৎ ডেল্টয়েড মাংসপেশিতে পুশ করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

