রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : আমার ব্যক্তি জীবনের নানান প্রয়োজনে একে অপরের সাথে সাক্ষাৎ করি। কখনো কখনো এমন কিছু মানুষেরও সাথেও সাক্ষাৎ করতে হয় যিনি নিজের তুলনায় অনেক বেশি ক্ষমতাবান। প্রভাব-প্রতিপত্তিতে অনেক বেশি এগিয়ে। এসব ক্ষেত্রে নিচের দোয়া পাঠ করে গেলে অনেক বেশি গুরুত্ব পাওয়ার আশা রাখতে পারেন-
«اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ».
উচ্চারণ: (আল্লা-হুম্মা ইন্না নাজ্‘আলুকা ফী নুহূরিহিম ওয়া না‘উযু বিকা মিন শুরূরিহিম)।
অর্থ: “হে আল্লাহ! আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।” (আবু দাঊদ, হাদিস : ১৫৩৭)
রুপসীবাংলা৭১/এআর

