রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হয়েছেন।
চিত্রনায়িকা পূজা চেরিও মণ্ডপে ঘুরে বেরিয়ে সেই আনন্দ ভাগ করে নিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন তারই কয়েকটি ছবি। ছবির ক্যাপশনে লিখলেন, “বলো দূর্গা মা কি জয়… শুভ অষ্টমী।”
নায়িকা হওয়ার পর পূজামণ্ডপে যাওয়া অভিজ্ঞতা কেমন—এমন প্রশ্নে পূজা বলেন, “মণ্ডপে গিয়ে কিছুটা ভিন্নতা অনুভব করেছি। কেউ কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ শুধু তাকিয়ে ছিলেন। মনে হয়েছে, অনেকে দ্বিধায় ছিলেন—আমি আসলেই নায়িকা পূজা কি না! তবে বিষয়গুলো আমার ভালো লেগেছে, উপভোগ করেছি।”
পূজা চেরি শোবিজে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।
দুর্গোৎসবের এই রঙিন আবহে পূজা চেরির উপস্থিতি ভক্ত-অনুরাগীদের আনন্দে যেন বাড়তি মাত্রা যোগ করেছে।
রুপসীবাংলা৭১/এআর

