নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৪ মার্চ ২০২৪ ইং সোমবার দিবাগত রাত ১২:০১ মিনিট অর্থাৎ ৫ মার্চ ২০২৪ ইং তারিখের সূচনালগ্ন থেকে পণ্যবাহী-তৈলবাহী-বালুবাহী-যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযানে কর্মরত শ্রমিকদের ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনে
নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাবিক কল্যান তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদানের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারণ, সকল মালিক সমিতিসমূহকে এক প্লাটফর্মে এনে এককেন্দ্রীক সিরিয়াল মেনে চট্টগ্রাম বন্দরসহ সকল বন্দর থেকে পণ্য পরিবহনে সমতা বিধান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস, হলদিয়া পোর্টের লোডিং পয়েন্টে ড্রেজিংসহ ভারতীয় সীমানায় নদীর নাব্যতা রক্ষা ও নৌশ্রমিকদের নিরাপত্তা বিধান, অভিযান-১০ লঞ্চের ৪ জন মাস্টার-ড্রাইভারের সনদের বাতিল আদেশ প্রত্যাহার, চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে উঠানামার জন্য কমপক্ষে ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভ ওয়ের উপর চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ২টি ফুটওভার ব্রিজ স্থাপন, চট্টগ্রাম কারাগারে আটক এম.ভি. সী লাইন-৩ জাহাজের নিরপরাধ শ্রমিকদের নিঃশর্ত মুক্তিসহ নৌশ্রমিক ও শিল্প রক্ষার ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ মার্চ ২০২৪ ইং সোমবার দিবাগত রাত ১২:০১ মিনিট অর্থাৎ ৫ মার্চ ২০২৪ ইং তারিখের সূচনালগ্ন থেকে পণ্যবাহী-তৈলবাহী-বালুবাহী-যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযানে কর্মরত শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আজ ০৩ মার্চ ২০২৪ ইং, রবিবার সময়: সকাল ১১:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন মাধ্যমে উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি জনাব মোঃ শাহ আলম ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সহ-সভাপতি ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, আবু সাইদ ড্রাইভার, প্রকাশ দত্ত, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা নদী শাখার সভাপতি মোঃ কামাল হোসেন ড্রাইভার, কার্যকরি সদস্য মোঃ মানিক শরিফ, বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ নিজামুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, সহ-সভাপতি অবদুর রহিম তোফা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মামুন হোসেন মাস্টার বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাঘাবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন হোসেনদী শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মানিক ড্রাইভার প্রমূখ।
লিখিত বক্তব্য পাঠ শেষে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জাতীয় অর্থনীতিকে অগ্রসর করা ও দেশের উন্নয়নে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত নৌযান শ্রমিকরা গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করলেও তাদের চলমান জীবন যেমন সংকটময় তেমনি তাদের ও তাদের পরিবারের ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার ঝুঁকিতে। শিল্প আধুনিক হলেও নৌযান শ্রমিকদের পেশাগত ও পারিবারিক জীবন সমস্যা সংকুল। শ্রমিকদের ঘাম ও জীবনী শক্তি নিংড়ে নিয়ে সভ্যতা এগিয়ে চললেও শ্রমিকদের বোবা কান্না এবং আর্তচিৎকার বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগের বড়োই ঘাটতি। তাই বারবার লিখিত ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর সমূহকে চিঠি দেওয়া, মালিকসহ সর্বমহলে অনুলিপি দিয়ে অবহিত করার পরও যখন সমাধানের কোনো রাস্তা তৈরি হয়না তখনই শ্রমিকদের নামতে হয় সংগ্রামের পথে। তাই উল্লেখিত সমস্যাসহ বহুবিদ সমস্যা ও সংকটে জর্জরিত নৌযান শ্রমিক ও নৌপরিবহন শিল্পকে রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ৪ মার্চ ২০২৪ ইং সোমবার দিবাগত রাত ১২:০১ মিনিট অর্থাৎ ৫ মার্চ ২০২৪ ইং তারিখের সূচনালগ্ন থেকে পণ্যবাহী-তৈলবাহী-বালুবাহী-যাত্রীবাহীসহ সকল প্রকার নৌযানে কর্মরত শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালনের মাধ্যমে তাদের অধিকার আদায়ে বাধ্য হবে। এরজন্য সৃষ্ট পরিস্থিতিতে কোনভাবেই শ্রমিক ও তাদের সংগঠনকে দায়ী করা যাবে।