নিজস্ব প্রতিনিধি :আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫; বিকাল ৩:৩০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে “তরুণী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা: ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। বক্তব্য শেষে তরুণী শিক্ষার্থী এবং সংগঠকদের অংশগ্রহণে দলীয় কাজ অনুষ্ঠিত হয়। দলীয় কাজের প্রত্যাশা চয়ন সর্ম্পকে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার তাসনিম সায়মা। হাউজরুল বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা। আলোচনা শেষে ০৩টি দলে তরুণীদের অংশগ্রহনের মধ্য দিয়ে নারী আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নেতৃত্ব বিকাশ প্রভৃতি বিষয়ের উপর দলীয় কাজ অনুষ্ঠিত হয়। ১ম দলের ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট দীপ্তি শিকদার; ২য় দলের ফেসিলিটেটর ছিলেন প্রোগ্রাম অফিসার নুরুন্নাহার তানিয়া এবং ৩য় দলের ফেসিলিটেটর ছিলেন প্রোগ্রাম অফিসার তাসনিম সায়মা।
দলীয় কাজ শেষে দলীয় কাজ উপস্থাপনে তরুণীরা বলেন নারী অধিকার সম্পর্কে অনলাইনে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষদের নিয়ে কর্মশালার আয়োজন করতে হবে; নারীবান্ধব সংগঠনকে তৃণমূলে সাংগঠনিক নেতৃত্ব বৃদ্ধিতে আরো কাজ করতে হবে; নিজ নিজ কমিউনিটির চাহিদা সম্পর্কে তরুণীদের স্বচ্ছ ধারণা থাকতে হবে; প্রযুক্তিতে সকল লিঙ্গীয় বৈশিষ্ট্যের মানুষদের অর্ন্তভ’ক্তি নিশ্চিত করতে হবে; অনলাইনে ও অফলাইনে নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে নজরদারি নিশ্চিতকরতে হবে; নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে; নারী আন্দোলনকর্মীসহ সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে; সিদ্ধান্তগ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে; এজন্য নারী বান্ধব গবেষণা করতে হবে, রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, আমাদের দীর্ঘদিনের কাজের ফলে নারী আন্দোলন শুধু নারীর নয় বরং সকলের, এই বার্তা আমরা সকল নাগরিক সহ তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে পেরেছি। এটি আমাদের একটি অর্জন। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে; তরুণীদের নেতৃত্ব ও ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে এবং নিজ প্রত্যাশা পূরণে তরুণীদেরই অগ্রনী ভূমিকা পালন করতে হবে, আত্মমর্যাদা প্রতিষ্ঠায় ও রক্ষায় তরুণীদের সচেষ্ট থাকার আহবান জানান তিনি এসময়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন,যেকোনো চ্যালেঞ্জিং কাজের সম্মুখভাগে থাকেন তরুণরা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অনুসারে দেশে তরুণদের সংখ্যা বেশি। সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় কাজে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বকে সকল সময়ে গুরুত্ব দেয়া হচ্ছে। একইভাবে নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে সাংগঠনিক কাজে তরুণদের যুক্ত করা আমাদের দীর্ঘ দিনের আকাঙ্খা। তিনি এসময় বলেন আজকের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে নারী আন্দোলন সম্পর্কে তরুণদের ভাবনা, নারী আন্দোলনে তরুনদের নেতৃত্ব দান, নারী বিরোধী সংস্কৃতির পরিবর্তন করে কিভাবে নারী পুরুষের সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করতে পারে এবং নারী আন্দোলনকে কিভাবে সংগঠিত করা যায় সেসকল বিষয়ে অংশগ্রহণকারী তরুণীদের সুচিন্তিত মতামত এবং সুপারিশসমূহ উপস্থাপিত হবে ।
সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম নারী আন্দোলন ও সংগঠন, বাংলাদেশ মহিলা প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উন্নয়ন, দক্ষতার উন্নয়ন, ভবিষ্যতে নেতৃত্ব বৃদ্ধির জন্য করণীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, তরুণরা কিভাবে নারী আন্দোলনের নেতৃত্বে আসতে পারে সেবিষয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালার সকলের অংশগ্রহণ জরুরী। এই কর্মশালা সাংগঠনিক কর্মসূচির অন্যতম কাজ। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলকেই কাজ করতে হবে। নারীর নিরাপত্তা বিষয়ে আজকের কর্মশালায় তরুণীদের সুপারিশ ভাবনা আমাদের কর্মপরিকল্পনা গ্রহণে সহায়তা করবে। নারী আন্দোলন একটি সামাজিক আন্দোলন, নারীর উন্নয়ন টেকসই না হলে সমাজ পিছিয়ে পড়বে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, বহ্নিশিখা, নি:সংকোচ ফাউন্ডেশন এর তরুনী প্রতিনিধি, ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ^বিদ্যালয়ের আবৃতি সংসদ এর সদস্য, রিসার্চ সোসাইটি, গবেষণা সংসদ-এর সদস্য, জেলা শাখার তরুণী সংগঠক এবং কর্মকর্তাগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।
আন্তরিক ধন্যবাদসহ

