রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : অক্টোবরে সন্তানের জন্ম দেবেন ক্যাটরিনা?
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পর বহুবার ক্যাটরিনার মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।
গত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। চলতি বছরেই সন্তানের মুখ দেখবেন ভিকি-ক্যাটরিনা। এ নিয়ে জোর চর্চা চললেও প্রকাশ্যে দেখা মেলেনি ক্যাটরিনার। কেবল তাই নয়, এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা দম্পতি।
এ পরিস্থিতিতে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন, “ক্যাটরিনা এখন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে (৩৮-৪১ সপ্তাহকে বোঝায়) রয়েছেন। তার সম্ভাব্য ডেলিভারির তারিখ ১৫-৩০ অক্টোবর। অভিনেত্রী এবং তার স্বামী ভিকি কৌশল বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত, সন্তান জন্মের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চান তারা।”
ভালোবেসে ঘর বেঁধেছেন ক্যাটরিনা-ভিকি। তবে বিয়ের আগেও প্রেমের খবর গোপন রেখেছিলেন এই জুটি। বিয়ের পর ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেম জীবন নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ বলেছিলেন, “ভিকির বিষয়ে আমি বেশি কিছু জানতামও না। তার নাম শুনেছিলাম। তার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হলো, আমার মন জয় করে নিলো।”
ভিকির প্রতি দুর্বলতার কথা প্রথম নির্মাতা জয়া আখতারের কাছে জানিয়েছিলেন ক্যাটরিনা। কারণ তার পার্টিতেই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই হয়েছে। তার ভাষায়, “এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। এমনটাই মনে করি। এক সময় কাকতালীয় অনেক কিছু ঘটেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল।”
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে শুধু এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

