রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) জানা জরুরি। আদৌ প্রয়োজন নেই এমন অনেক কিছু জানা থাকলেও গুরুত্বপূর্ণ আইএমইআই অজানা থেকে যায়।
কারণ, নিজের ফোনটি চুরি হলে বা হারিয়ে গেলে এই নম্বর ব্লক করতে বিশেষ সহায়ক হয়। তা ছাড়া ফোনের নিরাপত্তা ও সেকেন্ড হ্যান্ড ফোনের মেয়াদের তথ্য জানা জরুরি। অ্যান্ড্রয়েড বা আইফোনের সব মডেলের এই নম্বর কয়েক পদ্ধতিতে জানা যায়। নতুন ফোন কিনলে যে বক্স পাওয়া যায়, সেখানে এই নম্বর লেখা থাকে। শুধু ফোনের বক্স খুঁজে তা বের করতে হবে। বক্সের নির্দিষ্ট জায়গায় নম্বরটি বসানো হয়। যদি ফোনে ডুয়াল সিম থাকে, তাহলে দুটি ১৫ ডিজিটের আইএমইআই নম্বর পাওয়া যাবে।
ডায়াল কোড
অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন– দুটি ডিভাইসেই *#06# কোডটি ডায়াল করলে স্ক্রিনে দৃশ্যমান হবে আইএমইআই কোড। ডায়াল প্যাডে কোডটি ডায়াল করলে তথ্যপূর্ণ বক্স ভেসে উঠবে। দুটি সিম হলে দুটি আইএমইআই নম্বর আসবে।
সেটিংস থেকে পাওয়া
আইফোন ও অ্যান্ড্রয়েড দুটি ডিভাইসের সেটিংসেই পাওয়া যাবে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর। অ্যান্ড্রয়েড সিস্টেমে ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে ট্যাপ করলে, সেখানে পাওয়া যাবে আইএমইআই নম্বর।
অন্যদিকে, আইফোন সিস্টেমে সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে অ্যাবাউট অপশনে ক্লিক করতে হবে। নিচে স্ক্রল করলেই দেখা যাবে আইএমইআই নম্বর।
উল্লিখিত দুটি পদ্ধতিতে আইএমইআই নম্বর জানার পর তা কোথাও কপি করে রাখা জরুরি। কারও ফোন যদি হঠাৎ চুরি হয়ে যায় তাহলে দ্রুত ব্লক বা শনাক্ত করতে এই নম্বর জানা থাকা জরুরি। নতুন ফোন কিনলে তার ব্র্যান্ড ও মডেল নম্বর যাচাই করতেও এই নম্বর বিশেষ সহায়ক।
রুপসীবাংলা৭১/এআর

