নিজস্ব প্রতিনিধিঃ নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন এক যৌথ বিবৃতিতে ১ মার্চ ২০২৪ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে দেশে এবং প্রবাসের সকল নেতৃবৃন্দকে পালন করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের পক্ষ থেকে এবছর কোনরকম আনন্দ বা কেক কাটার কর্মসূচি থাকবে না। সংগঠন দেশ বিদেশের সব জায়গায় নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাড়ানোর জন্য কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচি ১ মার্চ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মানববন্ধন করা হবে।
সংগঠনের চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড সাইফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ঃ মেজর (অবঃ) ডাঃ আব্দুল ওহাব মিনার। এছাড়া ক্ষতিগ্রস্থদের মধ্যে বক্তব্য রাখবেন গুম থেকে ফিরে আসা ছাত্রনেতা তরিকুল ইসলাম তারেক, গণধর্ষণের শিকার সোনিয়া ইসলাম, স্বামী বাবু ইসলাম, বড় বোন নাসিমা বেগম ও তার পরিবারের সদস্য, গুম হওয়া ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসরিন আক্তার স্মৃতি ও তার পরিবার, গুম হওয়া সাবেক কমিশনার চৌধুরী আলমের পরিবারের সদস্য, নির্যাতিত জাহাঙ্গীর আলমের সন্তান আকাশ ও অন্যান্য নির্যাতিত পরিবারের সদস্যবৃন্দ।