রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই জেলার সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, সড়কে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে।
সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকলেও সড়কে মানুষের উপস্থিতি কম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনা-বাগেরহাট মহাসড়কের কোথাও হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়নি।
বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, “হরতালের কারণে সকাল ৬টা থেকে কোনো বাস ছাড়েনি। সন্ধ্যা ৬টায় হরতাল শেষ হলে যাত্রী থাকলে বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হবে।”
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, “জনগণের দুর্ভোগ বিবেচনা করে ইউনিয়ন ও অভ্যন্তরীণ সড়ক খোলা রাখা হয়েছে। শুধুমাত্র মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলবে না। জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিস, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে।”
তিনি আরো বলেন, “সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বাগেরহাটবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল-অবরোধ চলবে।”
বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়া হবে।”
গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত অবরোধ কর্মসূচি থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল কর্মসূচিতে পরিবর্তন আনে। সিদ্ধান্ত অনুযায়ী তার আজ সোমবার কাল-সন্ধ্যা হরতাল-অবরোধ পালন করবেন। আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

