রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : আলো-আঁধারির ভেতর ঝলমল করে উঠল এক নতুন সাজ। গহনাগুলো যেন দীঘির সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি করেছে উৎসবের এক বিশেষ আবহ। দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত এশিয়ান জুয়েলসের বিশেষ ফটোশুটে অংশ নিয়ে ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে দীঘির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান মডেল জিলানী ও রাতুল। লেন্সের পেছনে ছিলেন ফটোগ্রাফার বুলবুল আহমেদের টিম। লাল, সাদা, সোনালি আভায় গড়া গহনায় দীঘিকে দেখা গেছে অনন্য আবেদনময়ী রূপে।
শুটিং শেষে দীঘি বললেন, “বিভিন্ন সাজে নিজেকে দেখতে সত্যিই অন্যরকম লাগে। পূজার ফটোশুটের অভিজ্ঞতা দারুণ। এশিয়ান জুয়েলস বাই তাসনুভা খানের প্রতিটি গহনাই আলাদা বৈশিষ্ট্যের, সবগুলোই ইউনিক।”
শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা। বড় পর্দায় অভিষেক থেকে শুরু করে সাম্প্রতিক ‘জংলি’ সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। যদিও নতুন সিনেমার খবরে আপাতত আলোচনায় নেই, তবু লাইমলাইটে রয়েছেন পুরোপুরি। ভক্ত–অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।
দীঘি মানেই আলোচনায় থাকা এক নাম। এবার পূজার সাজে তার নতুন ফটোশুট সেই আলোচনাকে ছড়িয়ে দিল উৎসবের উচ্ছ্বাসে।
রুপসীবাংলা৭১/এআর

