নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, গণতন্ত্র মঞ্চের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবলায়ের অভিমুখী মিছিলের পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি পল্টন হয়ে জিপিওর সামনে পৌছানোর পরপরই শতাধিক পুলিশ মিছিলের উপর অতর্কিত ঝাঁপিয়ে পরে ব্যাপক লাঠিচার্জ করে মঞ্চের অন্তত ৪০ জন আহত বলে দাবী করেন সংগঠনের নেতারা। পুলিশের লাঠিচার্জের পরেও আহত নেতা কর্মীরা যখন সেখানে দাড়িয়ে সংবাদমাধ্যমের কর্মীদের তাদের উপর হামলার বর্ননা করছিলেন তখন আবারো তারা হামলা করে।হামলায় আহত হন মঞ্চের কেন্দ্রীয় নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি,রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন,নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার,ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস।
আরো আহত হন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, আবু হাসান টিপু, জামাল সিকদার, হাসিবুর রহমান রুবেল, শৈশব আহমেদ, স্বাধীন মিয়া, ইমাম হোসেন, আহসান বিল্লাহ, নান্টু দাশ, আইয়ুব আলী, ইসমাইল হোসেন।
গণসংহতি আন্দোলনের মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূইয়া, মিজানুর রহমান মোল্লা, ছাত্র ফেডারেশনের মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ছাত্র ফেডারেশন নেতা আরমানুল হক, আল-আমিন রহমান, সাইদুর রহমান, আখতার হোসেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমম্বয় কমিটির সদস্য শেখ নাসির উদ্দীন, সদস্য মহসিন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহমেদ ইসহাক, নাগরিক ঐক্যের সদস্য রাজ্জাক সজিব ও যুব ঐক্যের সদস্য শামীম আহম্মেদ,ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য আহসান হাবীব,জাতীয় সমাজতান্ত্রিক দল তেজগাঁ থানার যুগ্ন আহ্বায়ক আজাদ ,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। সমাবেশ পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।