নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার (১০ সেপ্টেম্বর) বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত নীতিমালা প্রণয়ন, প্রকৃত রিকশা মালিক-চালকদের জরিপ, অবৈধ গ্যারেজ বন্ধ, নিবন্ধন ও লাইসেন্স প্রদানসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলেন, ঢাকায় প্রতিদিন বিপুলসংখ্যক অবৈধ ইজিবাইক, মিশুক, নসিমন ও করিমন প্রবেশ করে যানজট সৃষ্টি করছে—এ প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এছাড়া, রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় গড়ে ওঠা অবৈধ চার্জিং গ্যারেজ বন্ধ, সড়ক দখলমুক্তকরণ, অপ্রাপ্তবয়স্ক ও অযোগ্য চালকদের নিয়ন্ত্রণ এবং কেবল প্যাডেল রিকশার সমান আকৃতির ব্যাটারি রিকশাকে অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মজুমদার। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

