রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরেই চিত্রটা এমন। পশ্চিমা সংগীতে নারীদের দাপট ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। পুরস্কারের আসরগুলোতে নারীদের অর্জন থাকে এগিয়ে। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের আসরেও তেমনটাই ঘটল।
প্রধান পুরস্কারগুলোসহ অধিকাংশ বিভাগেই জিতেছেন নারী শিল্পীরা। ‘ব্রাইটার ডেইজ আহেড’ গানচিত্রের জন্য প্রধান পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পেয়েছেন আরিয়ানা গ্রান্দে। সর্বোচ্চ চারটি পুরস্কার জিতে নিয়েছেন লেডি গাগা। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি পুরস্কারও পেয়েছেন নারী-সাবরিনা কার্পেন্টার।
পুরস্কার জেতার পর সাবরিনা বলেন, ‘সমালোচনা, বৈষম্য আর নেতিবাচকতায় ভরে আছে এই পৃথিবী। তেমন পৃথিবীতে এ রকম বড় অর্জনের অংশ হতে পারা, যেটা জীবনে আলো নিয়ে আসে, মুখে হাসি ফোটায়, মনে হয় দুনিয়াটাই আমার; এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।’
বাংলাদেশ সময় গতকাল সকালে নিউ ইয়র্কের ইউবিএস অ্যারেনায় অনুষ্ঠিত হয় এমটিভি ভিএমএর আয়োজনটি। এবার সঞ্চালনায় ছিলেন র্যাপার ও অভিনেতা এলএল কুল জে।
প্রধান বিভাগের বিজয়ীরা
ভিডিও অব দ্য ইয়ার : আরিয়ানা গ্রান্দে [ব্রাইটার ডেইজ আহেড]
আর্টিস্ট অব দ্য ইয়ার : লেডি গাগা
বেস্ট গ্রুপ : ব্ল্যাকপিঙ্ক
সং অব দ্য ইয়ার : রোজ ও ব্রুনো মারস [অ্যাপট]
বেস্ট নিউ আর্টিস্ট : অ্যালেক্স ওয়ারেন
বেস্ট পপ ভিডিও : আরিয়ানা গ্রান্দে [ব্রাইটার ডেইজ আহেড]
বেস্ট পপ আর্টিস্ট : সাবরিনা কার্পেন্টার
বেস্ট অ্যালবাম : সাবরিনা কার্পেন্টার [শর্ট এন’ সুইট]
বেস্ট কোলাবরেশন : লেডি গাগা ও ব্রুনো মারস [ডাই উইথ আ স্মাইল]
বেস্ট রক ভিডিও : কোল্ডপ্লে [অল মাই লাভ]
বেস্ট কে-পপ ভিডিও : লিসা, দোজা ক্যাট ও রায়ে [বর্ন অ্যাগেইন]
রুপসীবাংলা৭১/এআর

