নিজস্ব প্রতিনিধিঃ চাকুরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে আগ্রাধিকার দেয়ার বিষয়ে প্রাণি সম্পদ উপদেষ্টার ঘোষণা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন।
একই সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল হাজবেন্ড্রি বা পশুপালন ডিগ্রি বহাল রাখার দাবি জানান তারা। ৫ সেপ্টেম্বর বিকেল ৩.০০ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরা খাঁ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসকল দাবী উপস্থাপন করেন।
বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।বক্তারা বলেন, গত ২৯ জনু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকুরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে আগ্রাধিকার দেয়ার ঘোষণা দেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা।এর প্রেক্ষিতে আন্দোলন শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চাপের মুখে এরই মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করে কম্বাইন্ড ডিগ্রি চালু করা হয়েছে । উচ্চ আদালতের আদেশ অমান্য করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বক্তারা বলেন, দেশের পোল্ট্রি শিল্পসহ প্রাণিসম্পদ খাতে অবদান রাখছেন এ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা। এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করলে দেশের পোল্ট্রি খাতে অপূরনীয় ক্ষতি হবে। এছাড়া কম্বাইন্ড ডিগ্রি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়।ফলে এটি এই খাতের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত হবে।দাবি না মানলে উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা যাবেন।
প্রাণি সম্পদ অধিদপ্তর ভেঙ্গে দুটি অধিদপ্তর তৈরির এবং বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল গঠনের দাবি। পাশাপাশি এনিমেল হাজবেন্ড্রির পদগুলোতে শুধুমাত্র এনিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের নিয়োগ দিতে হবে।আবুল হাশেম, সভাপতি, বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন। কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম খান ডন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন।প্রফেসর ড. মো: রুহুল আমিন, ডিন এনিমেল হাজবেন্ড্রি ফ্যাকাল্টি, বাকৃবি,প্রফেসর ড. মো আব্দুল মতিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,প্রফেসর ড. স্বপন কুমার ফৌজদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কৃষিবিদ মো: নূরু মিয়া
পাঁচ দফা দাবী –
১। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিগ্রি কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করা উচিত।
২। চাকরির জন্য কমবাইন্ড ডিগ্রী অগ্রাধিকার সংক্রান্ত বিবৃতি প্রত্যাহার করা উচিত।
৩। বাংলাদেশে পশু সম্পদ উন্ননের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গবেষণা হয়েছিল, সেই গবেষণা অনুযায়ী DLS কে Bifurcate করা উচিতঃ
GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH CABINET SECRETARIAT ESTABLISHMENT DIVISION O&M WING
REPORT OF THE O & M WING ON THE BIFURCATION OF THE DIRECTORATE OF LIVESTOCK SERVICES
PREPARED BY: BAZLUR RAHΜΑΝ, Assignment Officer, February, 1980, File N°- ED/OM (Co-ord)-105/79.
৪। মন্ত্রণালয়ের উচিত Animal Husbandry Council কে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা।
৫। এন্ট্রি লেভেলে পশুপালনের জন্য একটি নতুন পদ তৈরি করা।

