রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কয়েক দিন বাদেই দুর্গাপূজা। পূজার আগে চলতি সপ্তাহ, অর্থাৎ ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নানা সিনেমা ও সিরিজের পসরা সাজিয়ে আসছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফরম। একনজরে দেখে নেয়া যাক সেই তালিকা।
ওয়েনসডে-দ্বিতীয় সিজনের দ্বিতীয় ভাগ
৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে শুরু হতে যাচ্ছে ‘ওয়েনসডে’ সিরিজের দ্বিতীয় সিজনের দ্বিতীয় ভাগ।
এ পর্বে আইকনিক ওয়েডনেসডে অ্যাডামসের চরিত্রে ফিরছেন জেনা অর্টেগা। এবারের সিজনের দ্বিতীয় ভাগের শেষ চার পর্বে উন্মোচন হবে নেভারমোর একাডেমির গোপন রহস্য। পুরনো চরিত্রদের সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন মুখ যা ওয়েডনেসডের জীবনকে আরও বিপদের মুখে ফেলবে। এ ছাড়া দেখা যাবে লেডি গাগাকে।
ইন্সপেক্টর জেন্দে
আগামী ৫ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজ ‘ইন্সপেক্টর জেন্দে’। সিরিজটিতে পুলিশ অফিসার মধুকর জেন্দের ভূমিকায় অভিনয় করছেন মনোজ বাজপেপি। যিনি কুখ্যাত ‘বিকিনি কিলার’ চার্লস সোভরাজকে তাড়া করেছিলেন। আর সেই সোভরাজের চরিত্রে অভিনয় করেছেন জিম সরভ। সাত ও আটের দশকে মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজটি।
মালিক
কিভাবে এক যুবক ধাপে ধাপে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসে সেই গল্প নিয়ে আসছে সিরিজ ‘মালিক’। এতে অভিনয় করেছেন রাজকুমার রাও। এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।
কাম্মাত্তাম
বাস্তব ঘটনার প্রেক্ষাপটে মালায়ালি ক্রাইম থ্রিলার ‘কাম্মাত্তাম’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর।
সুদেব নায়ার অভিনীত এ সিরিজটি দেখা যাবে জি ফাইভে।
আখো কি গুস্তাখিয়া
একই দিনে জি ফাইভে দেখা যাবে রোমান্টিক ড্রামা ‘আখো কি গুস্তাখিয়া’। ছোট গল্প ‘দ্য আইজ হ্যাভ ইট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ ছবিতে দেখা যাবে সানায়া কাপুর ও বিক্রান্ত মাসেকে।
পোকেমন কনসারিয়াজ, সিজন ২
নেটফ্লিক্সে ৪ সেপ্টেম্বর ফিরছে অ্যানিমেটেড ফ্যান্টাসি সিরিজ ‘পোকেমন কনসারিয়াজ’-এর দ্বিতীয় সিজন।
কাউন্টডাউন-ক্যানেলো ভার্সেস ক্রফোর্ড
ক্যানেলো আলভারেজ এবং টেরেন্স ক্রফোর্ডের বহুল প্রতীক্ষিত বক্সিং ম্যাচকে কেন্দ্র করে এই ডকু-সিরিজে দেখা যাবে তাদের প্রশিক্ষণ এবং ব্যক্তিগত জীবনের ঝলক। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটি।
হাইয়েস্ট টু লোয়েস্ট
স্পাইক লি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন, জেফ্রি রাইট, ইলফেনেশ হাদেরাসহ আরো অনেকে। ৫ সেপ্টেম্বর থেকে এটি দেখা যাবে অ্যাপল টিভি প্লাসে।
দ্য ফ্রাগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি-সিজন ১
৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এ সিরিজটি।

