রুপসীবাংলা ৭১ অর্থনীতি ডেস্ক : দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন দুটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। এর মধ্যে “20Y BGTB 27/08/2045” নামের বন্ডটির মেয়াদ ২০ বছর এবং “15Y BGTB 27/08/2040” বন্ডটির মেয়াদ ১৫ বছর।
রবিবার (৩১ আগস্ট) ডিএসই ও সিএসই-এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্য মতে, ‘‘20Y BGTB 27/08/2045’’ বন্ডটির ডিএসইতে লেনদেন কোড TB20Y0845। বন্ডটির ডিএসইতে স্ক্রিপ্ট কোড 88543। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড TB20Y0845′ এবং সিএসইতে ট্রেডিং আইডি 50309।
‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪৫ সালের ২৭ আগস্ট শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৬১৯৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.২৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
এদিকে “15Y BGTB 27/08/2040” বন্ডের ডিএসইতে লেনদেন কোড TB15Y0840। বন্ডটির ডিএসইতে স্ক্রিপ্ট কোড 88542। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড TB15Y0840 এবং সিএসইতে ট্রেডিং আইডি 50308।
তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪০ সালের ২৭ আগস্ট শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৬১৯৯ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.২৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
রুপসীবাংলা ৭১/এআর