রুপসীবাংলা ৭১ বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫-এ সম্মাননা পান তিনি।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় নিউজ পোর্টালটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ পোর্টালটির প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল এবং বিনোদন জগতের অভিনয়শিল্পীরা।
বাংলাদেশ মেইল২৪.নিউজ এর সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।
দিনব্যাপী আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয় রাহাত সাইফুলকে।
রুপসীবাংলা ৭১/এআর