রুপসীবাংলা ৭১ বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন এই অভিনয়শিল্পীর ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে তাঁর দুটি কিডনি অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি।
সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনাও করেছেন কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কাজ।
অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি নির্মাণ ও গান লেখাতেও রেখেছেন অবদান। প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন ছিলেন তিনি। স্বাধীনতার পর দেশে নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন জাহানারা ভূঁইয়া।তবে তাঁর পরিচালিত সাদাকালো ছবি ‘সিঁদুর নিও না মুছে’ সেন্সর ছাড়পত্র পেলেও এখনও মুক্তি পায়নি।
দীর্ঘমেয়াদী সুরক্ষা।
রুপসীবাংলা ৭১/এআর