নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৩ আগস্ট ২০২৫খ্রিঃ শনিবার রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হল শিক্ষা বছরের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় ইভেন্ট বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব এ.বি.এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আ.ন.ম শামসুল আলম খান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে ভবিষ্যতে সেরা ক্রীড়াবিদ হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমুখী কর্মপরিকল্পানার বর্ণনা দেন। এছাড়াও প্রতিষ্ঠানের ভালো ফল অর্জনে শিক্ষকদের ফলপ্রসু পাঠদানে আরো অধিক যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হওয়ার অনুরোধ জানান। তিনি অতীতের সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণকে একহয়ে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করার আহবান জানান। পাশাপাশি তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ। শিক্ষাদানের পাশাপাশি তাদের চরিত্র গঠনে তাঁদের আরো সতর্ক থাকার আহবান জানান। কারণ শিক্ষকদের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করে।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক এর অতীত নিয়ে তথ্যবহুল আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া প্রথম শুরু হয় গ্রীস অলিম্পিকের মাধ্যমে, শিক্ষার শুরু হয় গুরুশিষ্য এর মাধ্যমে আর প্রথম সাংস্কৃতিক বিনিময় শুরু হয় ৮০-৯০ দশকের সোভিয়েত ইউনিয়নে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং ২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক পরীক্ষার ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে নিরলস পরিশ্রম করার আহবান জানান। তিনি পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম শামসুল আলম খান তার বক্তব্যে শত ব্যস্ততার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য এডহক কমিটির চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি পুরস্কার প্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। যারা পুরস্কার পায়নি তাদের ভবিষ্যতে আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভের জন্য উৎসাহিত করেন। তিনি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, রেডক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি সদস্যসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে বিভিন্ন শাখায় যথাক্রমে একাডেমিক ক্ষেত্রে ২৯০ জন, ক্রীড়া ক্ষেত্রে ১৬৩জন, সাংস্কৃতিক ক্ষেত্রে ১৭৬ জন ও কো-কারিকুলার ক্ষেত্রে ৫৯ জনসহ মোট ৬৮৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।