নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের উদ্যোগে টি,এস,সির পায়রা চত্বর থেকে শারীরিক ও মানসিক প্রশান্তিতে সাইক্লিং” তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে ক্যাম্পাসে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায়
১২ আগস্ট ,আন্তর্জাতিক যুব দিবস পালন হয়ে আসছে। এ ধারাবাহিকতায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, Youth Advancing Multilateral Cooperation, Through Technology and Partnerships নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব মনে করে, জলবায়ু মোকাবেলায়, টেকসই উন্নয়নে বৃক্ষ রোপন, সাইক্লিং-এর বিকল্প নেই,আজকের যুবরাই আগামী পৃথিবীর পথিকৃৎ, আগামীর সমৃদ্ধ পৃথিবী নির্মাণের লক্ষ্যে শারীরিক ও মানসিক প্রশান্তি , পরিবেশের ভারসাম্য রক্ষায় সাইক্লিং কে আমারা বেছে নেই। ঢাবির সাইক্লিং ক্লাবের ,সভাপতি, তৌহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি, আমিনুল ইসলাম টুববুস, এ সময় তিনি
বলেন,”তরুণ প্রতিভা বিকাশের জন্য সংগঠন একমাত্র অপরিহার্য, সাইক্লিং বহু মাত্রা উপকারিতার পাশাপাশি মানসিক চাপ রোধ ও তারণ্য ধরে রাখার কৌশল অবলম্বনে সহায়তা করে,ঢাবি সাইক্লিং ক্লাব তরুণ প্রজন্মের অনন্য একটি সংগঠন,সকল তরুণদের সাইক্লিং জীবনযাত্রায় আহ্বান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রসেনজিৎ দেব পার্থ ,আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বলেন, পরিবেশ সুরক্ষা ও তারুণ্যের সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং উৎসাহিত পাশাপাশি ঢাবি সাইক্লিস্টদের নিরাপত্তার স্বার্থের পৃথক সাইকেল লেন অত্যন্ত জরুরি,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সহ-সভাপতি ,সুমাইয়া আক্তার,সহ-সভাপতি সাঈদ মাহমুদ, রোকেয়া হল জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক, শ্রাবণী আক্তার,ঢাবির সাইক্লিং ক্লাবের,দপ্তরসম্পাদক ,মো:সোলাইমান,
মর্নিং রাইডারস প্রতিনিধি মো:আরমান, হাজারীবাগ সাইক্লিং ক্লাব , নারায়নগঞ্জ সাইকেল কমিউনিটি সহ জাতীয় ভিত্তিক সম্মাননা সংগঠনের প্রতিনিধি , নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা অংশ নিতে দেখা যায়।