রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : রোস্টন চেজের অলরাউন্ড নৈপুণ্য আর শেরফেন রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরেছে স্বাগতিকরা।টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা।
জেডেন সিলস দুর্দান্ত বোলিং করে ৭ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট, যার মধ্যে একই ওভারে ফেরান সাইম আইয়ুব ও বাবর আজমকে। ধীরগতির ব্যাটিংয়ে ৩৮ বলে মাত্র ১৬ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ানও। বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হয়ে পাকিস্তানের ছন্দ ভেঙে যায়। শেষ দিকে হুসেইন তালাতের ৩১ হাসান নেওয়াজের দ্রুত ৩৬ রানে ভর করে ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে থামে সফরকারীদের ইনিংস।
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা, হাসান আলির দুই ওভারে দুই উইকেট হারায় তারা। তবে পরিস্থিতি সামাল দেন রাদারফোর্ড ও চেজ। রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রান করে ম্যাচের গতি পাল্টে দেন, যেখানে এক ওভারে শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে আসে ১৭ রান।
আরেক ওভারে সালমান আগার বিরুদ্ধে তুলে নেন ২০ রান।
চেজ খেলেন ৪৭ বলে অপরাজিত ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস, সঙ্গে বল হাতে ২৬ রানে ১ উইকেটও নেন। শেষ দিকে শান্তভাবে রান তুলে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ আগস্ট একই ভেন্যুতে।
রুপসীবাংলা৭১/এআর