রুপসীবাংলা ৭১ অন্যান্য ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪-এর ২ যাত্রীর কাছ থেকে ১৬৫ কার্টন মন্ড সিগারেট এবং ২ হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।
আটক যাত্রীরা হলেন মো. আরিফুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার বাসিন্দা।অন্যজন মোশাররফ হোসেন, তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টা ৩০ মিনিটে যাত্রীরা আন্তর্জাতিক আগমনি হলে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তাদের আটক করে। ওই সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১৬৫ কার্টন সিগারেট এবং নিষিদ্ধ ২ হাজার ৭৬ পিস ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব সিগারেট ও ক্রিমের আনুমানিক মূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা। পরবর্তীতে জব্দকৃত পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে দুই যাত্রীকেই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
তিনি বলেন, সোনা, অবৈধ দ্রব্য এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে আগের যেকোনো সময়ের চেয়ে অধিকতর সতর্ক অবস্থানে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ।এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রুপসীবাংলা ৭১/এআর