রুপসীবাংলা ৭১: চলমান অমর একুশের বইমেলা-২০২৪।কবি,লেখক,সাহিত্যিক,দেশী-বিদেশী পাঠকদের আনাগোনায় মুখরিত বাংলা একাডেমী,টিএসসি ও সোহারাওর্দ্দী উদ্যান। এ যেন এক মহ মিলনমেলা। এ মহা মিলনমেলায় এবারে বইমেলায় উদীয়মান লেখক ইসমাইল হোসেন ইসমী’র নতুন উপহার উপন্যাস ‘দূর নক্ষত্র’ এর শুভাগমন!! ইসমাইল হোসেন ইসমি’র ৫ম উপন্যাস পাঠক মনে নতুন ভাবাবেগে উদ্বেলিত করবে নতুন ভাবে। ৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার বিকেল ৫.০০ টায় একুশের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে নতুনভাবে পথচলা হবে এ নতুন আঙ্গিকে প্রকাশিত উপন্যাসের।
তরুন লেখক ইসমাইল হোসেন ইসমী’র লেখা বই কলকাতা বই মেলা এবং অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়ে আসছে। অমর একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে পার্ল পাবলিকেশন, প্যাভিলয়ন নং-২৮। বইটির মূল উপজেব্য আগামী পৃথিবী হয়ে উঠুক দুর নক্ষত্র এর ইয়েলময়।লেখক ইসমাইল হোসেন ইসমী’র জন্ম রাজশাহী জেলায়। শৈশব-কৈশোর কেটেছে সেই অজপাড়াগায়ে। উচ্চ শিক্ষা গ্রহনে গ্রাম ছেড়ে শহরে দেশের রাজধানী ঢাকায় আগমন। লেখক যদিও পেশায় েএকজন ইঞ্জিনিয়ার কিন্তু সাংস্কৃতি অঙ্গনে বিচরণে তিনি কবি ও গীতিকার হিসেবে প্রথমে পরিচিতি লাভ করে লাভ করেন সেখানে থেকেই তার লেখকের ভূমিকায় আবির্ভাব। লেখকের আগের লেখাগুলো ইতিমধ্যে পাঠক মনে নতুন ভাবনার জন্ম দিয়েছে সেই থেকে তার ৫ম প্রকাশনা “দুর নক্ষত্র” তার পূর্বের প্রকাশিত অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা, রক্তাক্ত ভালোবাসা,প্রেমবিলাসী। তার প্রথম প্রকাশ কাব্যগ্রন্থ কবিতা ও কথা।
লেখেকের লেখা কবিতা গুলো-জনতার কন্ঠ,গণতন্ত্র,নবীন,অগ্নিদাহন,ওরে হাদারাম,স্বপ্নবিলাস কবি ও পাঠকদের হৃদয় আকৃস্ট করতে সক্ষম হয়েছে। গীতিকার হিসেবে তার লেখা গান-প্রেমতলি,দুঃখবিলাসী,হায়রে ভালোবাসা,আমার মা আমার জীবন,পালকিতে চড়ে,প্রেমপিড়িতি,কি চাও বন্ধু,কাঁদালে কাঁদতে হয়,যদি ইচ্ছে হয় চলে এসে,কলিজাতে টানা লেগেছে,ভালোবাসা ভালো কান্দে আমার মন,তুই পাষানি মেয়ে মিথ্যাবাদী,,মনে ভীষণ তোমাকে,টালবাহানা,মরে গিয়েও বেঁচে আছি,ঝাকানাকা, সর্বনাশ,নিশিত রাইতে আয়সো বন্ধু,এলামেলো,তোমার পায়ের নুপুরে,জীবন হইলেরে ছারখান,হৃদয়ে ভালোবাসা,তুমি কোথায়,আমর প্রেমী,এসো দুজনে করি ভালোবাসা বাসি, আলতাবাতি,চন্দ্রবতীসহ অগনিত গান সরা বিশ্বে ছড়িয়ে আছে।