নিজস্ব প্রতিনিধিঃ ২৪ মে ২০২৫ ইং (শনিবার), “গণমুক্তি জোট”— এর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ—এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতিতে একটি জরুরী সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুরো জাতিকে নতুন স্বপ্ন দেখিয়েছেন। সংস্কারই বলুন অথবা নির্বাচন, দায়িত্ব যেহেতু প্রফেসর ইউনুস নিয়েছেন, সেহেতু তা সমাপ্ত করেই জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। মাঝপথে যদি তিনি ছেড়ে চলে যান তবে জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোন বিকল্প নেই জাতীয় সংলাপের মাধ্যমেই যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। তবে রাজনৈতিক দল গুলোর আরো সহনশীল আচরণ করার প্রয়োজন রয়েছে। কথায় কথায় যমুনা ঘেরাও অথবা রাস্তাঘাট বন্ধ করে বেরিকেট দেওয়ার কর্মসূচি জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
জোটের চেয়ারম্যান আরো বলেন মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করাই হলো গণমুক্তিজোটের প্রধান লক্ষ্য। তাই প্রফেসর ইউনুসের কাছে আবেদন রইল যে তিনি যাতে অবিলম্বে ছোট বড় সকল রাজনৈতিক দলকে একত্র করে জাতীয় স্বার্থে জাতীয় সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করে নিয়ে আসেন। এরপর ড.শাহরিয়ার সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তী ঘোষণা করে