রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলের উদ্দেশে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল-দিক বলেছেন, ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল এবং কূটনীতিকের প্রতিনিধিদল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালায়।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটিতে মিশর, জর্ডান, মরক্কো, ইইউ, পর্তুগাল, চীন, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, তুরস্ক, স্পেন, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, জাপান, রোমানিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা, কানাডা, ভারত, চিলি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের কূটনীতিসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন।
আহমেদ আল-দিক ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ করার এবং ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে উত্তর পশ্চিম তীরের তুলকারেমে একই রকম একটি সফর করেছিলেন কূটনীতিকরা। ইসরায়েলের চলমান সামরিক আক্রমণ প্রত্যক্ষ করাতে কূটনীতিকদের জন্য ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের আয়োজন করেছিল।
ইসরায়েলি বাহিনীও বলেছে, তাদের বাহিনী প্রতিনিধিদলের দিকে সতর্কীকরণ গুলি ছুড়েছে। তারা দাবি করে, দলটি ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পূর্ব-অনুমোদিত পথ থেকে বিচ্যুত হয়েছিল’। পশ্চিম তীরের শরণার্থী শিবিরের প্রবেশপথে বিদেশি কূটনীতিকদের চারপাশে ইসরায়েলের হুমকিমূলক গুলিবর্ষণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস। লাইভ প্রতিবেদনে টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন-আফ্রিকান ইউনিয়নের বৈঠকে কাজা ক্যালাস বলেন, কূটনীতিকদের জীবনের উপর যে কোনো হুমকি অগ্রহণযোগ্য। তিনি ইসরায়েলের প্রতি এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর