নিজস্ব প্রতিনিধিঃ বরগুনা জেলা সমিতি,ঢাকা’র নবনির্বাচিত কার্যকরি পরিষদের প্রথম সভা আজ ১১ মে ২০২৫ রবিবার বিকালে রাজধানী ঢাকার মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজের ভিআইপি রুমে অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সর্বজনাব সমিতির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, সহসভাপতি এডভোকেট আবদুল করিম,সহসভাপতি উপাধ্যক্ষ মো: আবদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন মো: ফারুক রহমান, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার আবু জাফর মোহাম্মদ সালেহ, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মনোজ কুমার কীর্তনিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর আলম,কার্যকরী সদস্য আবদুর রব প্রমুখ। সভার সিদ্ধান্ত : ১. আগামী জুলাই মাসের শেষ শনিবার ঢাকায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং সহসভাপতি ফারুক আলম আহবায়ক, আয়েশা সিদ্দিকী নার্গিসকে সদস্য সচিব করে অভিষেক আয়োজন কমিটি গঠন করা হয়। ২. শিক্ষা বৃওি : সমিতির আওতাধীন বরগুনা জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃওি চালু করার সিদ্ধান্ত নিয়ে সহসভাপতি উপাধ্যক্ষ মো : আবদুর রহমান আহবায়ক ও মো: আবদুর রব কে সদস্য সচিব করে শিক্ষা বৃওি আয়োজন কমিটি গঠন করা হয়। ৩. সমিতির সম্পাদক বৃন্দ স্ব স্ব বিভাগ বা দপ্তরের আগামী এক বছরের কর্মপন্থা নির্ধারণ করে প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন সম্পর্কীয় ব্যয় লিখিতভাবে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক এর নিকট দাখিল করবেন। ৪. সমিতির প্রত্যেক কর্মকর্তা ও নির্বাহী সদস্যগন প্রত্যেকে ৫ জন করে বাধ্যতা মুলক আজীবন সদস্য সংগ্রহ করে আগামী কার্যকরি পরিষদের সভায় টাকাসহ জমা দিবেন।সকল সদস্যগনের হোয়াটসঅ্যাপে বরগুনা জেলা সমিতি, ঢাকার সদস্য ফর্ম দেয়া আছে। ডাউনলোড করে ফর্মটি বাহির করে নিয়ে সদস্য সংগ্রহ করতে হবে।৫. সমিতির কর্মকাণ্ড ও প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য কার্যকরি পরিষদের সব কর্মকর্তা ও নির্বাহী সদস্যগনকে গত ১ মার্চ ২০২৫ থেকে মাসিক ২০০/০০ ( দুই শত) টাকা হারে চাদা প্রদান করে রশিদ সংগ্রহ করতে হবে। ৫. সমিতির কার্যালয় ভাড়া করার সিদ্ধান্ত নেয়া হয় এবং এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো: ফারুক রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড.মো: শাহআলম,ফারক আলম,এড. আবদুল করিম, মো: জাকির হোসেন কে দায়িত্ব দেয়া হয়। এরা অফিস দেখে ও পছন্দ করে পরবর্তী সভায় রিপোর্ট পেশ করবেন। ৬. সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও তার সহধর্মিণী রেহানা টিউলিপ পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্য সৌদিআরব আগামী শনিবার যাবেন এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।
সভায় সমিতির সহসভাপতি উপাধ্যক্ষ মো : আবদুর রহমান সমিতির সভাপতি ও তার সহধর্মিণী সহ সকলের জন্য দোয়া পরিচালনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃপা প্রার্থনা করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ব স্ব অবস্থান থেকে বরগুনা জেলার উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানিয়ে সভার কার্য সমাপ্তি ঘোষণা করেন।