নিজস্ব প্রতিনিধিঃ অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলনের জন্য শেরে বাংলার অবদান চিরস্মরণীয়-
শেরে বাংলা একে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা আজ ২৬ এপ্রিল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি র্যাব এর মহা পরিচালক এ কে এম শহিদুর রহমান পিপিএম এনডিসি। আলোচনায় অংশ নেন ডাকসুর সাবেক জি এম ডাঃ মোস্তাক হোসেন, সরকারের সাবেক অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, শফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত ইসলাম, শ্রমিক নেতা শরিফ সরোয়ার আশা, এডভোকেট এনামুল ইসলাম রুবেল, অবসরপ্রাপ্ত জেলা জজ মোঃ আবদুর রব হাওলাদার প্রমুখ।
সভার সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু বলেন, তৎকালীন সময়ে অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলনের জন্য শেরে বাংলার অবদান চিরস্মরণীয়।
প্রধান অতিথি এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, শেরে বাংলা উপমহাদেশের একজন প্রজ্ঞাপন ও বিচক্ষণ রাজনীতিবিদ। ১৯৪০ সালে শেরে বাংলার লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিলো। তিনি জমিদারি প্রথা উচ্ছেদ, মহাজনি আইন পাস এবং ঋণ শালিশী বোর্ড গঠন করে দারিদ্র কৃষকদের মহাজনদের শোষণ থেকে মুক্ত করেন।
বিশেষ অতিথি র্যাব এর ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, বাংলার সূর্যসন্তান শেরে বাংলার উজ্জ্বল জীবনী ও আদর্শ বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে উৎসাহিত করবে। তাঁর শিক্ষাই আমাদেরকে মনে করে দেয় জনকল্যাণই শাসনের মুল এবং মানুষের জন্যে কাজ করাই প্রশাসনের শ্রেষ্ঠ দ্বায়িত্ব। সভায় শেরে বাংলার নামে পদ্মাসেতুর নামকরণ, চীন বাংলাদেশ মৈত্রী প্রস্তাবিত তিনটি হাসপাতালের একটি বরিশালে স্থাপন,ভাঙা-বরিশাল-কুয়াকাটা সড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিসহ ২৮ দফা দাবি নামা পেশ করা হয় এবং দাবি বাস্তবায়নে আগামী ৩ মে শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।