নিজস্ব প্রতিনিধি : গতকাল শনিবার বাংলা একাডেমির শিশু চত্বরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শরীয়তপুরসহ দেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির সাবেক প্রেসসচিব আবদুল আওয়াল হাওলাদার, অধ্যক্ষ প্রফেসর এম,এ মতিন, অধ্যক্ষ মজিবর রহমান হাওলাদার, অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, প্রফেসর দবিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুমিত আলর রশিদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, টেলিভিশন উপস্থাপক ড,ইব্রাহিম খলিল,যুগ্নসচিব আবদুর রহমান, ড.রেজাউল করিম,মো,মজিবর রহমান শরীয়তপুর সমিতির সাধারণ সম্পাদক আবুল বাসার মিয়া, ব্যাংকার আবদুল আজিজ,এডভোকেট জুলহা উদ্দিন, ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল প্রমুখ। সভাপতিত্ব করেন শরীয়তপুর লেখক পরিষদের সভাপতি ও পিআইডির পরিচালক মিজানুর রহমান গ্রামসি প্রমুখ। বইটি শিশু চত্বরে পঙ্খীরাজ স্টলের ৮৭৩ ও ৮৭৪ নং স্টলে পাওয়া যাবে।