নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় সারা বাংলার সকল সংগঠক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, বিবিধ শ্রেণী-পেশার কর্মজীবীসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে গঠিত বৃহত্তম সংগঠন সনাতন অধিকার মঞ্চ-এর উদ্যেগে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট-বাড়িঘর লুটপাট, মঠমন্দির ভাংচুর, অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধে দেশবাসীকে আহবান ও বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ০৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলপিি প্রদান র্কমসূচী অনুষ্ঠিত হয়। উক্ত স্মারকলিপিটি মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মোঃ আশিক সাহেব রাষ্ট্রপতির পক্ষে গ্রহণ করেন।
সনাতন অধিকার মঞ্চ -এর ০৮ দফা দাবীসমূহঃ
১। চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ;
২। মহান সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন;
৩। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন; এছাড়াও হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ;
৪। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন;
৫। সকল মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ‘সহকারী শিক্ষক (হিন্দু)’ নিয়োগ ও এইচএসসি পাশসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান।
৬। অর্পিত সম্পত্তি আইন বাতিল’সহ বেদখলকৃত সকল সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর;
৭। প্রতিটি পাবলিক বিশ^বিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মান;
৮। শারদীয় দুর্গাপূজায় ০৩(তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা;
উক্ত কর্মসূচীতে অন্যতম সমন্বয়ক নিলয় সন্ন্যাসী নেত্রত্বে উপস্থিত ছিলেন সাবিক তত্ত¦াবধানকারী এ্যাড. সুমন কুমার রায়, সাজন মিশ্র, এ্যাড. প্রভাষ তন্ত্রী, মলয় ঘটক, লাবনী দাস, রূপম সরকার, সকল সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
বক্তারা ০৮ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম ঘোষণা করে। তারা আরো বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম দেশের হিন্দু সম্প্রদায় অত্যাচারিত, নির্যাতিত, তাই ০৮ দফা দাবী আদায়ের মাধ্যমে অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি লাভ করতে চায়, অন্যথায় সকলে মিলে দেশ ত্যাগ করবো বলেও ঘোষণা করে।