নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দিতে চায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন। তবে মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালী জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রসহ মৌলিক অধিকার এবং সাংবিধান পরিপন্থি কোন সিদ্ধান্ত মেনে নেবে না দেশপ্রেমিক জনগণ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন দুর্ণীতি, মুনাফাখোরি, করফাঁকী, মাদক ও সন্ত্রাস বিরোধী যে কোন অভিযানকে স্বাগত জানাবে এবং প্রয়োজনে সহায়তা করবে।
বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে এবং তাকে নিয়ে কোন বিভাজন আসতে পারে না। দলের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে সভা-সমাবেশ করার আহব্বান জানাচ্ছি।
আসছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের প্রতি আহব্বান জানানো হচ্ছে ১৫ আগস্টের শোক দিবসে সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠান যেন ভাব গাম্ভির্যের সাথে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করে।
ঐ দিন বঙ্গবন্ধু প্রেমিক লাখো জনতা রাজপথে রাজধানীতে এবং টুঙ্গিপাড়ায় রাজপথে থাকবে সরকার যেন তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেন। যেন কোন অশুভ শক্তি জনগণের মধ্যে মিশে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে বঙ্গবন্ধু প্রেমিকদের বদনাম করতে না পারে সেদিকে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
আমরা বঙ্গবন্ধু প্রেমিকদের প্রতি আহব্বান জানাচ্ছি আপনারা ১৫ আগস্ট সকাল ৭.০টা থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে সুশৃংখলভাবে সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সতর্কভাবে সকল প্রকার বিশৃংখলা এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচী সম্পন্ন করতে হবে। যারা টুঙ্গিপাড়া যাবেন তারাও যেন বঙ্গবন্ধুর মাজারের পবিত্রতা রক্ষা করেন।