নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লি কালী মন্দিরে আগুন ও গণপিটুনিতে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে ঐক্য পরিষদের তিন সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা গত ১৮ এপ্রিল সংঘটিত ঘটনা রোধে প্রশাসন ও আইন শৃংখলা কর্তৃপক্ষের ত্বরিৎ ভূমিকার এবং একই সাথে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও নেতৃবৃন্দের এলাকায় সম্প্রীতি রক্ষায় গৃহীত যাবতীয় পদক্ষেপের প্রশংসা করেন।
বিবৃতিতে সম্প্রীতি বিনষ্টকারী ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি বিধানের নিশ্চিতের পাশাপাশি কোন নিরপরাধ সাধারণ নাগরিক যাতে অহেতুক হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্যে আইন শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।