রুপসীবাংলা৭১ রাজবাড়ী সংবাদদাতা : আদালতের আদেশ অমান্য করে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগি গ্রামের রফিকুল ইসলাম গংদের নিজ দখলীয় জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে একই গ্রামের প্রতিপক্ষ ফটিক শেখ গংরা। এ ব্যাপারে সম্প্রতি রফিকুল ইসলাম বাদী হয়ে ফটিক শেখ সহ ৯ জনের বিরুদ্ধে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২৫ সালের ১০ নভেম্বর সকাল ১০ টায় ফটিক শেখ গংরা জোর পূর্বক রফিকুল ইসলাম গংদের নিজ দখলীয় জমি দখলের চেষ্টা করলে এ সময় এলাকা বাসী ও রফিকল ইসলাম গংদের বাধার মুখে ফটিক শেখ গংরা ফিরে চলে যায়। যাবার সময় বিভিন্ন রকমের ভয়ভিতী ও হুমকী দেয়। এদিকে রফিকুল ইসলাম গংদের বিরোধকৃত জমিতে ফটিক শেখ গংরা শরিষা ও রাই সহ বিভিন্ন রকমের ফসল জোর পূর্বক আবাদ করেছেন। আবাদের কোন এক সময় কে বা কারা উক্ত ফসল বড় রকমের ক্ষতি সাধন করে। তবে ফটিক শেখ গংরা অভিযোগ করেন যে, রফিকুল ইসলাম গংরা আমাদের এ ফসল ক্ষতি সাধন করেছে।
আর রফিকুল ইসলাম গংরা দাবি করেন যে,আমাদের উপর দায় চাপানোর জন্যই ফটিক শেখ গংরা নিজেরাই উক্ত ফসল ক্ষতি সাধন করেছে। আমরা কখনো উক্ত ফসল ক্ষতি সাধন করি নাই। বর্তমানে আমরা ফটিক গংদের ভয়ে আতংকের মধ্যে আছি। আমাদের বিশ্বাস জমি জমার বিরোধকে কেন্দ্র করে ফটিক শেখ গংরা আমাদের মারপিট সহ যে কোন বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।

