প্রিয়ন্ত মন্ডল :
ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কাজী আকরাম হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী গাউছুল আজম মার্কেটের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জসিম অভিযোগ করে বলেন, নিউ মার্কেট থানাধীন এলাকায় অবস্থিত গাউছুল আজম মার্কেটের একজন দোকান মালিক এবং ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি নং–১৪৭)-এর একজন সদস্য। সমিতির সভাপতি মোতালেব মিয়া ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও মানসিক চাপ দিয়ে আসছেন বলে তিনি দাবি করেন।
তিনি জানান সম্মেলনের মাধ্যমে সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে সমিতির সম্পাদক পদ থেকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চালায়। এ সময় তাকে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জালাল আহমেদ জসিম আরও বলেন, সমিতির সভাপতি মোতালেব মিয়া ও তার ছেলে নিধির পাশাপাশি আবু সাঈদ আকাশ, তার ভাগিনা আলাউদ্দিনসহ আরও কয়েকজন দলবল নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়েরের হুমকি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি তাকে মারধর করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হয়নি বলে তিনি দাবি করেন।
জালাল আহমেদ জসিম বলেন, সমিতির সভাপতির দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযুক্তদের কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে তিনি দাবি করেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, সমিতির প্রায় ৭০ কোটি টাকা এবং তার ব্যক্তিগত প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধন করা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি দেশবাসী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সত্য ঘটনা জনসম্মুখে তুলে ধরতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও ফটো সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

