নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি নামীয় এক সংগঠনের কথিত সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের উদ্যোগে পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টারের বরাত দিয়ে আজ (১৬ নভেম্বর, ২০২৫) দৈনিক জনকণ্ঠের অনলাইনে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্বোতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত সংখ্যালঘু জনগোষ্ঠীকে তার নবগঠিত দলে ব্যবহারের অসৎ উদ্দেশ্যে এ কথিত সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে ২০১৬ সালে গঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চা যা বর্তমানে ৪৩টি সংগঠন নিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ আদায়ে একাদিক্রমে নানান কর্মসূচি পালনে অব্যাহত ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ নভেম্বর, ২০২৫ মোর্চার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যাতে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও। সভায় চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আপামর সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর ও বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। তবে সভায় জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের করণীয় বিষয়ে কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
বিশেষভাবে উল্লেখ্য যে, মাইনোরিটি জনতা পার্টি নামীয় সংগঠনটি সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠন নয়। সুতরাং গতকাল অনুষ্ঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চার সভাটি মাইনোরিটি জনতা পার্টি নামীয় সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা।

